বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ

বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ

আপনারা হয়ত সব্বোর্চ ৩-৪ ইন্চি লম্বা কচ্ছপ দেখেছেন ৷ কিন্তু সবচেয়ে বড় কচ্ছপ রয়েছে ইন্দোনেশিয়ায় ৷

এটি বর্তমানে একটি পার্কে রয়েছে
এই কচ্ছটিকে নিয়মিত ডাক্তার দ্বারা পর্যবেক্ষণে রাখা হয় ৷
 এই কচ্ছপটির ওজন হবে ৫০০শত
 কেজি কিংবা এর থেকে বেশি ওজন ৷
এটি একটি প্রাপ্ত বয়স্ক হাতির সমান খাবার খায় ৷
 আরও জানা যায় এই কচ্ছপটির বয়স
 ১৭৫ বছর যা ভাগ করলে তিনটি মানুষের বয়সের সমান ৷
 এর উচ্চতা ৩ ফুটের বেশি হবে ৷
এই কচ্ছপটির নক ও খোলস অনেক শক্ত এর দেখা শোনার জন্য ১০ জন কর্মচারী রয়েছে৷
 এই পার্কে আরও তিনটি কচ্ছপ রয়েছে  বলে যানা যায় ৷