প্রথম পৃষ্ঠা »
Unlabelled »
গাজীপুরের শ্রীপুরে গলা কেটে একই পরিবারের ৪জনকে হত্যা
গাজীপুরের শ্রীপুরে গলা কেটে একই পরিবারের ৪জনকে হত্যা
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় নিজ বসত ঘরের ভেতর একই পরিবারের চারজনকে গলা কেটে
হত্যা করেছে দুবৃর্ত্তরা।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের পশ্চিম গোলাবাড়ী গ্রামের দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী সৃতি ফাতেমা আক্তার (৩৮), তাঁর বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)।
তাঁরা জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন। প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ জানান, তাঁর বড় ভাই কাজল দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে থাকেন। তাঁর ভাইয়ের কোন শত্রু নেই। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা তিনি জানাতে পারেননি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪টি লাশ ঘটনাস্থলে ছিল। পুলিশকে খবর দেয়া হয়েছে বলে জানান কাজলের ভাই আরিফ ৷
মন্তব্য